সীমান্তে মানব পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি’র মতবিনিময় সভা
গোয়াইনঘাট প্রতিনিধি
সীমান্তের এপার ওপার- অবৈধ অনুপ্রবেশ ও সব ধরণের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকান্ড বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)’র সিলেট ব্যাটালিয়ন সীমান্ত জনপদের মানুষজনের অংশগ্রহণে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সিলেটের অধিনায়ক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন’র সঞ্চালনায় ব্যাটালিয়নের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি নিয়ন্ত্রিত পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক মতবিনিময় সভায় (৪৮ বিজিবি)’র সিলেটের অধিনায়ক লে. কর্ণেল হাফিজ রহমান সীমান্ত জনপদের মানুষজনের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমান্ত রেখায় বিভিন্ন সীমান্তনদী, পাহাড়ি ছড়া বা এর আশপাশের এলাকায় অবৈধভাবে যাতায়াত ও সীমান্তের শুন্য রেখায় কোন ধরণের গবাদিপশু না চড়ানো, নারী- শিশুসহ মানব পাচার এবং মাদক, গাঁজা, ইয়াবা (চিনি, পেয়াজ, বিড়ি, কসমেটিকস, মসলা, সুপারি, খাদ্য সামগ্রী, কাঁচা-শুকনো মাছ, হাঁস মুরগী, সবজি, ক্রোকারিজ, গবাদিপশু) সহ সব ধরণের চোরাচালান প্রতিরোধে জনসচেনতার জন্য সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সমাবেশ শেষে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সহযোগিতায় সীমান্ত জনপদের বসতিগুলোতে থাকা পরিবার গুলোর সদস্যদের মধ্যে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধপত্র বিতরণ (মেডিক্যাল ক্যাম্পেইন) কার্যক্রমের উদ্ভোধন করেন সিলেটের অধিনায়ক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান।
সমাবেশ ও মেডিক্যাল ক্যাম্পেইনে এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মনজুর আহমেদ, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদৃর রহমানসহ বিভিন্ন বিওপির সুবেদার, হাবিলদার, নায়েব সুবেদারসহ বিজিবি সদস্যগণ, সীমান্তজনপদের স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মানুষজন, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যকর্মীগণ।