বড়লেখায় জেলা বিএনপির উপদেষ্টা সাজু’র আগমণে র্যালি
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
রাজনৈতিক প্রতিহিংসা মামলায় মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা শরীফুল হক সাজু প্রায় এক যুগ দেশের বাহিরে থেকে বড়লেখায় আগমণ করায় বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি বুধবার বিকেলে পৌরশহরে র্যালি ও গণসমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু বলেন, ‘আমি দেশ নায়েক তারেক রহমানের ম্যাসেজ দিতে আপনাদের কাছে ছুটে এসেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য একটি বিষয় তোলে ধরায় আমার বিরুদ্ধে ফ্যাসিষ্ট শেখ হাসিনার এক দোসর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে প্রায় এক যুগ আমাকে আপনাদের থেকে দূরে সরিয়ে রাখে। আজ সে কোথায়? দীর্ঘ আন্দোলনের ফসল স্বরূপ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে প্রথম ধাপে বিজয় হয়েছে ঠিকই। কিন্তু পূর্ণাঙ্গ বিজয় পেতে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আমাদের অনেক দূর অগ্রসর হতে হবে। আন্দোলন করতে হবে। তারেক রহমান যেদিন আন্দোলনের ডাক দিবেন আমরা আন্দোলনে ঝাপিয়ে পড়ব।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, জেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মুহাচ্ছিনুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।