এপেক্স ক্লাব অব সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
দৈনিকসিলেট ডেস্ক
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট এর বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ শাহী ঈদগাহ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, স্কলার্সহোম, শাহী ঈদগাহ’র অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমদ কাদেরী, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর আখতার হোসেন খান, জেলা-৪ গভর্নর এডভোকেট আব্দুল খালিক, পিডিজি-৪ মো: বাবুল মিয়া, সহকারী অধ্যাপক শরিফ উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ মুশাহিদ আলী, সহকারী অধ্যাপক সৈয়দ আবু তাহের, এপেক্স ক্লাব অব সিলেট এর প্রেসিডেন্ট প্রফেসর মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি তাহেদুর রহমান, সাবেক সভাপতি এমদাদুর রহমান, সদ্য সাবেক সভাপতি আশীষ রায়, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমদ, সেক্রেটারি এডভোকেট তাজ রিহান জামান, বোর্ড ডিরেক্টর কবির আহমদ, প্রভাষক জিয়াউল হক বাপ্পি প্রমুখ।
বৃক্ষ দিয়ে সহযোগিতা করেছেন কৃষিবিদ সহকারী অধ্যাপক তাজুল ইসলাম।