দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিতে দুজনকে সংযুক্ত: প্রচার সম্পাদক রাসেল
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট জেলা বিএনপি’র অন্তগত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কমিটিতে সহ-সভাপতি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দুজনকে সংযুক্ত করা হয়েছে। কমিটিতে আব্দুল মুমিন ছইলকে সহ-সভাপতি ও বারবার কারা নির্যাতিত এবং মামলা হামলায় জর্জরিত মো. রাসেল আহমদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত একপত্রের উল্লেখ করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভায় সিদ্ধান্ত ও সুপারিশক্রমে উপজেলা বিএনপি কমিটির সহসভাপতির শূন্য পদে সিনিয়র সদস্য আব্দুল মুমিন ছইল-কে সদস্য পদ থেকে সহসভাপতি পদে পদায়ন এবং উপজেলা বিএনপি কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোবারক হোসেন তুহিন স্থায়ীভাবে প্রবাসে থাকার কারণে কমিটিতে পদশূন্য হওয়ায় প্রচার প্রকাশনার স্বার্থে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দলের ত্যাগী নেতা মোঃ রাসেলকে পদায়িত করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রস্তাবের প্রেক্ষিতে কমিটির ২ (দুই) টি পদে সংস্কার অনুমোদন করেন।
এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনিত হওয়ায় ও গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ায় সিলেট জেলা বিএনপি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন রাসেল আহমদ। তার উপর অর্পিত দায়িত্ব সততার সহিত যথাযথভাবে পালনে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি ।