এনসিসি ব্যাংক পিএলসি চৌহাট্টা শাখার স্কুল ব্যাংকিং সম্পন্ন
দৈনিকসিলেট ডেস্ক :
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক ধারণা, ব্যাংকিং সম্পর্কিত নানা ধরনের তথ্য, নতুন একাউন্ট খোলা এবং শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ সুবিধা সম্বলিত ব্যাংকিং সেবা বিষয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্প সম্পন্ন করেছে ন্যাশনাল ক্যাডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি সিলেট চৌহাট্টা শাখা।
গত ১৯ সেপ্টেম্বর সিলেট নগরীর হাউজিং স্টেটস্থ আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে স্কুল ব্যাংকিং সভা অনুষ্ঠিত হয়।
এনসিসি ব্যাংক পিএলসি চৌহাট্টা শাখার আয়োজনে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা জহুরা বেগম, এনসিসি ব্যাংক পিএলসি চৌহাট্টা শাখার ব্যবস্থাপক মো. মুজিবুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক রাতুল কান্তি দাস, কাস্টমার সার্ভিস অফিসার পম্পা পাল চৌধুরী, রিলেশন অফিসার মো. মোজাম্মেল হোসাইনসহ প্রমূখ।
অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা উপহার দেওয়া হয় এবং ব্যাংকে একাউন্ট খোলা শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার প্রদান করেন এনসিসি ব্যাংক পিএলসি চৌহাট্টা শাখা।