বিশ্বনাথে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা: দাওয়া পাল্টা দেওয়া, গ্রেফতার ৬
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে উপজেলা পরিষদের সামনে মিছিল করা কালীন সময়ে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে সামনে দিকে এগুলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়।
খবর নিয়ে জানা যায়, গত ১৩ আগস্ট (মঙ্গলবার), দুপুর ২ ঘটিকার দিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিলটি বিশ্বনাথ উপজেলা পরিষদের সামনে দিকে আগাইলে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় আসামিদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ শুরু করিলে আসামিদের সহিত পুলিশের সংঘর্ষ বেধে যায়। পুরো এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়। আসামিদের কর্তৃক বেশ কয়েকটি সিএনজি গাড়ি ও অটো রিক্সা ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিআরসেল ও রাবার বুলেট ছড়লে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হইয়া বিভিন্ন দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে পুলিশ ৬ জন ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন- আলী আকবর, শাহিন আহমদ, রাসেল মিয়া, তোফায়েল, তৌফিক এলাহী ও কাশেম। গ্রেফতারকৃত সবাই বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, উশৃঙ্খল ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভের নামে যানজট সৃষ্টিসহ গাড়ি ভাংচুর করে। পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করিলে তারা পুলিশের উপর হামলা করে। গ্রেফতারের বিষয়ে তিনি বলেন ইতিমধ্যে বিশ্বনাথ থানার এসআই বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও ভাংচুর আইনের একটি মামলা দায়ের করেন। অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।