‘রাসুল (সা) এর দেখানো পথে ইসলামী সমাজ বিনির্মানে কাজ করতে হবে’
তাহিরপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের তাহিরপুরে সিরাতুন্ননবী (সাঃ) উপলক্ষে এক মহাসম্মেলন শনিবার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আনোয়ার উদ্দিন ও সেক্রেটারী মাও মোসলেম উদ্দিনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুন মোফাস্সিরীনের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারী মোমতজুল হাসান আবেদ, সিলেট মহানগরীর অফিস ট্রেড বিষয়ক সম্পাদক দিলশাদ মিয়া। এছাড়াও জেলা-উপজেলার স্হানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার দায়িত্ববৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানব রচিত সকল মতবাদকে ছূড়ে ফেলে রাসুলের (সা:) আদর্শে নিজেদের জীবনকে রাঙ্গিয়ে একটি আদর্শ সমাজ বিনির্মানে ভুমিকা রাখতে হবে। সকল দল মত নির্বিশেষে রাসুল (সা) এর দেখানো পথে ইসলামী সমাজ বিনির্মানে কাজ করতে হবে।