বানিয়াচংয়ে হতাহত পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডাঃ জীবন
দিলোয়ার হোসাইন,বানিয়াচং থেকে
ছাত্র আন্দোলন চলাকালে বানিয়াচংয়ে নিহত ও আহত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডাঃ জীবনের নিজবাসভবন হাসান মঞ্জিলের ডাকবাংলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত ৯টি এবং আহত প্রায় ৫০টি পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন তিনি।
এ সময় হতাহতদের পরিবারের উদ্দেশ্যে ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসররা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি বিদেশে পাচার করেছে সেই টাকা দেশে ফিরিয়ে এনে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার কাজে লাগাতে হবে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ছাত্ররাজনীতি বন্ধ নয়; বরং সংস্কার করতে হবে। ছাত্রদের কল্যাণে এবং দেশের কল্যাণে ছাত্ররাজনীতিকে ঢেলে সাজানোর এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডকে আমরা প্রশ্রয় দেবো না। আমরা এটাকে অন্যায় এবং ফ্যাসিবাদের অংশই মনে করি। যারা সুকৌশলে এখনো ৫ আগস্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করছে, এখনই তাদের মূলোৎপাটন করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহত ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করতে হবে। রক্তসাগর পাড়ি দিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লব সৃষ্টি হয়েছে, তার ফলে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মতপ্রকাশের সুযোগ পেয়েছি। রাষ্ট্রীয় সব শক্তিকে কাজে লাগিয়ে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি ছাত্র-জনতার আন্দোলনকে ব্যর্থ করে দিতে চেয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ব্যর্থ করার সব রকম অপচেষ্টা করেও এই জুলুমবাজ ফ্যাসিস্ট সরকার পার পায়নি। ৫ আগস্ট তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে শেখ হাসিনা ফ্যাসিবাদ, আধিপত্যবাদ কায়েম করেছিল। আজকের ছাত্র-জনতা জীবন দিয়ে সেই চেপে বসা ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আন্দোলনে শহীদ পরিবারের সন্তানরা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিণত হয়েছে।
এসময় উপজেলা বিএনপি সভাপতি মজিবুল হোসাইন মারুফ,সাবেক আহ্বায়ক হাজী লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নকীব ফজলে রকীব মাখন, সাবেক সাধারণ ফরহাদ হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর মাওঃ আব্দুর রাজ্জাক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।