সুনামগঞ্জে খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরস্থ প্রেসক্লাব মিলনায়তনে কর্মীদের নিয়ে তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
জেলা সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে আলোচনা পেশ করেন – সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সালমান।
জেলা প্রশিক্ষণ সম্পাদক ফারুক আহমদ জাবেদের পরিচালনায় এতে উপস্থিত ও আলোচনা পেশ করেন – সহসভাপতি মাওলানা ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিক, ছাত্র মজলিসের সদ্য সাবেক প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, জেলা খেলাফত মজলিসের অফিস সম্পাদক ও সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা আলী খান, জেলা প্রচার সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমান, জেলা খেলাফত মজলিসের দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সহউলামা বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, নির্বাহী সদস্য ও জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর,
শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আতাউল হক,ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুর রহমান,জেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক শাহ কামাল সাজু,দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক,ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক কে এম সোলাইমান তালুকদার,দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ,জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মোঃ আমীনুল হক,জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন,সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ওয়াক্কাসুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রশিদ আহমদ, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমূখ।
তরবিয়তী মজলিসে কুরআন তেলাওয়াত,দারসে কুরআন,মুখস্থকরণ ও বিষয়ভিত্তিক আলোচনা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।