কোম্পানীগঞ্জে পাথরবোঝাই ১০ ট্রলি আটক
দৈনিকসিলেট ডটকম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০টি পাথরবোঝাই ট্রলি আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই ট্রলিগুলো আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা পুলিশ ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ার বাজার এলাকায় সাদাপাথর চুরি রোধে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সবার সামনে ১০টি ট্রলিতে প্রায় ২৫০ ঘনফুট পাথর জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৩০ হাজার টাকা।
কোম্পানীগঞ্জ থানার মিডিয়া কর্মকর্তা মাসুদ আহমেদ বলেন, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাদা পাথর চুরি রোধ এবং চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। এই কাজের অংশ হিসেবে আমরা এই অভিযান পরিচালনা করি। এ ঘটনায় অজ্ঞাতনামা ২০-২২ জনকে আসামি করে নিয়মিত মামলা হয়েছে। এ অভিযান অব্যাহত আছে।