বিশ্বনাথে বজ্রপাতে যুবকের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে রেদওয়ান আহমদ (১৯) নামের এক কলেজ পড়ুয়া যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিজ গ্রাম সংলগ্ন ডুবির হাওরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঘটনায় আহত তার ছোট ভাই সুফিয়ান আহমদ জানান, তারা পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার উদ্দেশ্য পুকুরে সেচ করেছিলেন। ঘটনার বিকট শব্দে সে এবং তার ভাই নিহত রেদওয়ান পুকুর পাড়ে লুটিয়ে পড়ে।পরে জ্ঞান ফিরলে দেখেন ঝলছে গেছে ভাইয়ের মুখের একপাশ।পরে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন