জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
জামালগঞ্জ প্রতিনিধি
হাওরে মাছ মারতে গিয়ে বজ্রপাতে শরিফ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত শরিফ জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের লতিফ মিয়ার ছেলে।
রোববার দুপুরে নিহতের পারিবারীক সূত্র জানায়, গতরাত সাড়ে বারোটার দিকে হাতে কুচা ও লাইট নিয়ে প্রতিদিনের মত ঘর থেকে মাছ মারার উদ্দ্যেশে বাড়ির পাশের নয়া হাওরে ওই সময় আকস্মিক ঝড়বৃষ্টি শুরু হলে রাতের কোন এক সময় শরিফ বজ্রপাতে নিহত হয়ে হাওরের পারে পরে থাকে। ভোর সকালে লোকজন এদিকে আসা-যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় পরিবারের লোকজন এসে শরিফের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শ.ম কামাল হোসাইন বজ্রপাতের ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।