তাহিরপুরে ভারতীয় মদসহ যুবক আটক
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ ইয়াসিন তালুকদার (২৪) এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি।
শনিবার(২৯ সেপ্টেম্ভর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন ট্যাকেরঘাট এলাকায় তাকে আটক করা হয়।
তিনি জেলার ধর্মপাশা উপজেলার বাকরপুর গ্রামের মহিম উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ধর্মপাশা উপজেলা থেকে পর্যটকবাহী নৌকা যোগে টাংগুয়ার হাওর ঘুরে ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় কয়েকজন পর্যটকের সাথে দুপুরে সেও নেমে এলাকায় গুরাফেরা করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট বিওপির নায়েক মশিউর রহমানের নেতৃত্ব বিজিবির একটি টহল দল ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় তার চলাফেরায় সন্দেহ হলে তাকে প্রথমে আটক করে। পরে তার কাছে থাকা পলিথিন ব্যাগে রাখা ভারতীয় ২৭ বোতল মদ জব্দ করে।
ট্যাকেরঘাট কোম্পানি কমান্ডার সুবেদার আতিয়ার রহমান আটকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসহ আটক যুবককে মামলা দিয়ে তাহিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।