দক্ষিণ সুমরায় মদসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
দৈনিক সিলেট ডট কম
দক্ষিণ সুমরা থানা পুলিশের অভিযানে ১০ (দশ) বোতল মদসহ ভারতীয় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা থানাধীন কায়েস্থরাইল এলাকা থেকে এই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তার নাম বনানী দাস(৫১), স্বামী-বাসুদেব দাস, সাং-আর্শিবাদ এপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফ্ল্যাটনং-বি ২৯, সুধপুর, নিউ কলোনী, ০১নং রোড, পানি হাটি, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারত এই ঠিকানায় বসবাস করেন বলে জানান।
তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২১, তারিখ-২৯/০৯/২০২৪খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এবং দক্ষিণ সুরমা থানার মামলা নং-২২, তারিখ-২৯/০৯/২০২৪খ্রিঃ, ধারা-বাংলাদেশ (কন্ট্রোল অফ এন্ট্রি) এ্যাক্ট, ১৯৫২ আইনের ৪ ধারায় পৃথক ০২টি মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।