ইরানে মদের বিষক্রিয়ায় ৬ জনের মৃত্যু
দৈনিকসিলেট ডেস্ক :
উত্তর ইরানে মদের বিষক্রিয়ায় ছয়জনের মৃত্যু হয়েছে। ইসলামিক রিপাবলিকের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল রবিবার জানিয়েছে, ওই ব্যক্তিরা অবৈধভাবে মদপান করেছিলেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করেছিল।
অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ হওয়ার পর থেকেই চোরাচালান এবং অনিয়ন্ত্রিত অ্যালকোহল কালোবাজারে ছড়িয়ে পড়েছে।
ইথানলের সস্তা বিকল্প হিসেবে প্রায়ই পানীয়তে মিথানল যোগ করা হয়।
দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানে চারজনের মৃত্যু হয়েছে। গিলান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের প্রেসিডেন্ট মোহাম্মদ তাগি আশুবিকে উদ্ধৃত করে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০ জনের মধ্যে কেউ ইথানল কেউ মিথানলের কারণে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ থেকে ৪০ বছর বয়সী চারজন গুরুতর বিষক্রিয়ার কারণে মারা গেছেন।
অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ছয়জনের অবস্থা গুরুতর।
একই ধরনের ঘটনায় পার্শ্ববর্তী মাজানদারান প্রদেশে দুইজন মারা গেছেন এবং তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে আইআরএনএ জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ভেজাল মদ বিক্রির জন্য চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
ভেজাল মদ খেয়ে তখন ১৭ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া এ ঘটনার কয়েক মাস আগে আরো বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
২০২০ সালে কভিড মহামারি সময় ভেজাল মদপান করার কারণে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছিল। তখন অনেকেই বিশ্বাস করত অ্যালকোহলযুক্ত পানীয় পান করলে কভিড ভাইরাসে আক্রান্ত হবে না।
শুধুমাত্র ইরানের খ্রিস্টান, ইহুদি এবং জরথুষ্ট্রিয়ান সংখ্যালঘুদের অ্যালকোহল নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সূত্র: এএফপি