শাবিপ্রবি গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ৪ (২) ধারা অনুযায়ী ও কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনকে আগামী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ১ অেেক্টাবর থেকে বিভাগীয় প্রধান কার্যালয়ে প্রধান হিসেবে যোগদান করবেন তিনি।
জানা যায়, তিনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদের স্থলাভিষিক্ত হন।
নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন বলেন, গণিত বিভাগ বিশ্ববিদ্যালয়ের অনেক পুরাতন বিভাগ। এখানে দায়িত্ব পালন করা অনেক সিনিয়র শিক্ষক আছেন। বিভাগকে সুন্দর ও শৃঙ্খলার সহিত পরিচালনায় তাদের একান্ত সহযোগিতা কাম্য। পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।