জনগন কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না: রাজিব আহসান
দৈনিকসিলেট প্রতিবেদক
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জনগনের কল্যাণে কাজ করা। জনগন কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। আমরা নিজেরা অন্যায় করবো না এবং কাউকে অন্যায় করতে দেবোনা। প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ন হয়ে নয়, মানুষের ভালোবাসা অর্জন করে আমাদের রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশ বির্নিমানে দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন রাস্তবায়নে আমাদেরকে একযোগে কাজ করতে হবে।
রোববার রাতে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে ধানের শীষের ছবি সম্বলিত লিফলেট ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা।
পথসভা ও লিফলেট বিতরণে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, জেলা বিএনপির সাবেক সদস্য মোয়াজ্জেম হোসেন সাহেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক ছোটন, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়ছর, দপ্তর সম্পাদক আল কাওছার হাবিব টিটু, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জুবেরুল ইসলাম জুলিয়ান, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক আহমদ খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক (ভারপ্রাপ্ত সদস্য সচিব) সাইফুল ইসলাম মিটু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আবুল হোসাইন সামি, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, সিলেট জেলা যুবদল নেতা লুৎফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল আহমদ, শিপার আহমদ, রাজিম হোসেন, ছাত্রদল নেতা হোসাইন আহমদ, ফরহাদ আহমদ, আজরফ আহমদ মাহি, তাজিম খান, ছাব্বির, রাব্বু, সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও ৫ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।