ভারতে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে ওলামা পরিষদ ও সাধারণ জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, ‘বিশ্বনবীর অপমান-মানবে না মুসলমান’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘তেরা মেরা রিশতা কেয়া-লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘ভারতের দালালেরা-হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন। বক্তারা আরও বলেন আমরা আমাদের নবী (সা.) কে সব থেকে বেশি ভালোবাসি। তার অপমান আমরা সহ্য করবো না। কেয়ামতের দিন আমাদের বাবা মা’রাও ইয়া নফসি ইয়া নফসি বলবেন। শুধু রাসুল (সা.) বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা সেই নবির কোনো অপমান সহ্য করবো না।
বিক্ষোভ সমাবেশ শেষে ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ হয়।