মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগমে’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল। বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা এ এম ফয়সাল চৌধুরী, মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর (ভারপ্রাপ্ত) সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আলমগীর কবির,রোকসানা পারভিন, মেরিনা নাসরিন প্রমূখ।