তাহিরপুর সীমান্তের পাচাঁরকৃত চোরাই কয়লার নৌকা আটক 

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের পাচাঁরকৃত চোরাই কয়লা বোঝাই ইঞ্জিনের নৌকা আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। আটককৃত নৌকা ও চোরাই কয়লার মুল্য প্রায় ৮লাখ টাকা বলে জানাগেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নদী পথে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সামনে অবস্থিত ডিপুতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার (২৯ সেপ্টেম্ভর) রাত সাড়ে ১২টা থেকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন চারাগাঁও সীমান্তের লালঘাট এলাকার আদর্শগ্রাম, বাঁশতলা ও বড় মসজিদের সামনে ভারত থেকে কয়লা পাচাঁর করে নৌকা বোঝাই শুরু করে শামসু মিয়া, সবুজ মিয়া, জামির আলী, শরাফত আলী, রুবেল মিয়া, রফ মিয়া,শফিকুল ইসলাম ভৈরব,জাহের আলী, ফারুক মিয়া, খোকন মিয়া, হারুন মিয়া, আব্দুল্লাহ, সোহেল মিয়া, বাবুল মিয়া, আনোয়ার হোসেন বাবলু, দীপক মিয়া, আইনাল মিয়া, রিপন মিয়া, সাইফুল মিয়া।

সোমবার দুপুরে মধ্যনগর থানার সামনে অবস্থিত নদী দিয়ে কলমাকান্দা যাওয়ার সময় পুলিশ ২৫ টন চোরাই কয়লাই বোঝাই ১টি ইঞ্জিনের নৌকা আটক করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে নদী সাতরিয়ে শামসু মিয়া,শরাফত আলী,সবুজ মিয়া ও জামির আলী পালিয়ে যায়।

এখবর পেয়ে স্থানীয় দালাল রাসেল মিয়া থানার সোর্স পরিচয় দিয়ে চোরাকারবারীদের সাথে ২০হাজার টাকা হলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে রফদফা শুরু করে এবং চোরাই কয়লার ভুয়া কাগজ পত্র বানানো চেষ্টা চালায়।

এব্যাপারে সন্ধ্যা ৭টায় মধ্যনগর থানার ওসি সজিব রহমান বলেন,আমি বাহিরে আছি,থানায় গিয়ে আটককৃত অবৈধ কয়লা ও নৌকার ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন