শাবিপ্রবি উপাচার্যের সঙ্গে ইসলামী ব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী ব্যাংকের প্রতিনিধিদল ।
মঙ্গলবার (০১ অক্টোবর) বেলা ৩টায় উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসলামী ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য ব্যাংক সংশ্লিষ্ট সুবিধা চালুর জন্য ব্যাংকের প্রতিনিধি দলের কাছে আহ্বান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির উপস্থিত ছিলেন। অন্যদিকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির নির্বাহী সহ-সভাপতি ও জোন প্রধান মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. শহীদ আহমেদ, সহ-সভাপতি এবং শাখা প্রধান মো. নুরুজ্জামান।