সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত
দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মইনুল হক (৪৫) নামের একজন নিহত হয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামের পর এই সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজ্জাক।
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার অনাবাদির খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে উভয়পক্ষের মধ্যে মারামারি ঘটনাও ঘটেছে। এর জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর খাস জমির দখল নেওয়ার চেষ্টায় উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এসময় দারা মিয়া পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা গেছেন বলে দাবি করছেন নইমুল ইসলামের পরিবার।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।