স্ত্রীকে খুনের পর বিদেশে চলে যান স্বামী, পা খেল শিয়াল-কুকুর
দৈনিকসিলেট ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় থেকে উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম আমেনা বেগম (২৩)। পিবিআই চট্টগ্রাম জেলার ক্রাইমসিন দল আঙুলের ছাপ নিয়ে এ পরিচয় শনাক্ত করে। পরে স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।
আমেনার বাড়ি কুমিল্লা মুরাদনগরের নাগেরকান্দি এলাকায়। বাবার নাম কামাল উদ্দিন। পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে আমেনা খুন হয়েছেন। স্বামী ইয়াসিন আরাফাত এ ঘটনায় জড়িত। ঘটনার দু’দিন পর তিনি বিদেশে চলে যান।
বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা থানার বৈরাগ এলাকার চায়না ইকোনমিক জোন এলাকার পাহাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরনে প্যান্ট, গেঞ্জি ও হাতে ট্যাটু আঁকা ছিল। এ ঘটনায় মামলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, স্থানীয়রা কাঠ কাটতে গিয়ে পাহাড়ের খাদে লাশটি পেয়ে আমাকে জানান। খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের দুটি পা পাওয়া যায়নি। পাহাড়ের শিয়াল-কুকুর সেগুলো খেয়ে ফেলেছে।
নিহতের স্বজনরা জানান, আমেনাকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় নিয়ে যান তাঁর স্বামী ইয়াসিন। সেখানে খুন করে লাশ ফেলে রেখে বিদেশে চলে যান তিনি।
পুলিশ জানায়, প্রবাসী ইয়াসিনের সঙ্গে এটি আমেনার দ্বিতীয় বিয়ে। আগের সংসারেও তাঁর সন্তান রয়েছে। ইয়াসিনের পরিবার আমেনাকে মেনে নেয়নি। এ কারণে তাঁকে চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘিরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় রাখতেন ইয়াসিন।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, ইয়াসিন সংযুক্ত আমিরাতের দুবাইপ্রবাসী। কিছুদিন আগে তিনি দেশে আসেন। স্ত্রী আমেনাকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। আমেনা জানতে পারায় তাদের মধ্যে মনোমালিন্য ছিল। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে, গত মঙ্গলবার আমেনাকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় নিয়ে যান ইয়াসিন। সেখানে তাঁকে হত্যার দু’দিন পর বৃহস্পতিবার আবার দুবাই চলে যান ইয়াসিন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।