সাবেক পরিকল্পনামন্ত্রীকে নেওয়া হয়েছে হাসপাতালে
অসুস্থবোধ করায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত হিজল-খরচ নামক বাড়ি থেকে পরিকল্পনামন্ত্রী মান্নানকে আটক করে যৌথবাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন সাবেক এই মন্ত্রীকে। কারাগারে যাওয়ার ১৬ দিনের মাথায় শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায় তাকে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, কারাগারের ভেতর হঠাৎ দুপুরে অসুস্থ হন সাবেক পরিকল্পনামন্ত্রী। পরবর্তীতে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গেল ২ সেপ্টেম্বর আন্দোলনে আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদি হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন। ওই মামলায় কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।