
ভারতের চেন্নাইয়ে মেরিনা সৈকতে বিমানবাহিনীর এয়ার শোতে দেখতে গিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অসংখ্য মানুষের ভীড় ও প্রচণ্ড গরমে তাদের মৃত্যু হয়েছে।
৯২তম ভারতীয় বিমানবাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে রবিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার আগেই উৎসাহী পরিবারগুলো মেরিনা সৈকতে জড়ো হয়। সূর্যের প্রচণ্ড খরতাপ থেকে বাঁচতে অনেকে ছাতা নিয়ে হাজির হন।
এয়ার শোতে একটি সিমুলেটেড উদ্ধার অভিযান এবং জিম্মিদের মুক্ত করার জন্য স্পেশাল গারুড় বাহিনীর কমান্ডোদের প্রদর্শনী ছিল।
এই শোতে অত্যাধুনিক রাফালসহ ৭২টি যুদ্ধবিমান প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড এবং হেরিটেজ বিমান ডাকোটা।
এয়ার শো দেখতে সমুদ্র সৈকতে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়েছিল।
এ নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির বাইরে এবং দক্ষিণ ভারতে প্রথমবারের মতো এয়ার শো করলো ভারতীয় বিমানবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে আইএএফ প্রয়াগরাজে এয়ার শো করেছিল এবং ২০২২ সালে করেছিল চণ্ডীগড়ে।