নেশন্স লিগের ২ ম্যাচে জার্মানির দুঃসংবাদ
দৈনিকসিলেট ডেস্ক :
চোটের কারণে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় সবশেষ নাম তুলেছেন আর্সেনালের জার্মান অ্যাটকিং মিডফিল্ডার কাই হার্ভাটজ। হাঁটুতে চোট পেয়ে উয়েফা নেশন্স লিগে জার্মানির আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না ২৫ বছরের এই ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে আর্সেনালের ৩-১ গোলে জেতা ম্যাচের পুরোটা সময় খেলেন হাভার্টজ। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে দলকে সমতায়ও ফেরান জার্মান ফরোয়ার্ড। পরদিন দলের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকার চোটের কথা জানায় জার্মানি। তার বদলি হিসেবে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ইউনাটান বুখহার্টকে দলে ডেকেছেন কোচ ইউলিয়ান নাগেলসমান।
চলতি মৌসুমে ক্লাব আর্সেনালের হয়ে দারুণ ছন্দে আছেন হাভার্টজ। প্রিমিয়ার লিগে চারটিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ৬ গোল করেছেন ২৫ বছরের এই ফুটবলার। উয়েফা নেশন্স লিগে আগামী শুক্রবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলবে জার্মানি। এরপর ১৪ অক্টোবর নেদারল্যান্ডসের মোকাবেলা করবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
‘এ’ লিগের ৩ নম্বরে গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে বসনিয়া ও হাঙ্গেরি।