সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাইলে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
দৈনিকসিলেট ডেস্ক :
সম্পর্ক হল একটা ফুলের মতো। একে যত্ন করে রাখতে হবে। দিতে হবে মনের মন্দিরে স্থান। তবেই না তার সুবাসে মুখরিত হবে হৃদয়! তবে কিছু পুরুষ আবার এই বিষয়টা বুঝেও বুঝতে চান না। তাই তারা ভালোবাসাকে টেকেন ফর গ্রান্টেড করে এমন কিছু ভুল করেন, যার ফলে তাদের সম্পর্কে চিঁড় ধরে। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে দূরত্ব। এমনকী কালের নিয়মে ব্রেকআপ হয়ে যায়। তাই জল এতদূর গড়ানোর আগেই নিজের ভুল শুধরে নেওয়ার কাজে লেগে পড়তে হবে। সেক্ষেত্রে এই প্রতিবেদন থেকেই জেনে নিন যে ঠিক কোন কোন ভুলের কারণে ব্রেকআপ করে নেন মহিলারা। তারপর সেই সব ভুল এড়িয়ে চলুন। আশা করছি, এই কাজটা করলেই অনায়াসে মনের মানুষকে সঙ্গে নিয়ে জীবন পাড় করে দিতে পারবেন।
অসম্মানই মূল কারণ: অনেক পুরুষ মহিলাদের সম্মান করতে চান না। বরং তারা কথায় কথায় তাদের নিচু দেখিয়ে খারাপ খারাপ কথা বলেন। আর আজকালকার স্বাধীনচেতা মহিলারা এসব কথা শুনলেই রেগে লাল হয়ে যান। তাই তারা এমনতর পুরুষের থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। যার ফলে সম্পর্কে নেমে আসে ব্রেকআপের ফাঁড়া। তাই নিজের ভালোবাসাকে চিরস্থায়ী করতে চাইলে প্রেয়সীকে তার যোগ্য সম্মান দিতে হবে। এমনকী প্রয়োজনে সবার সামনে করুন তার প্রশংসা। আশা করছি, এই কাজটা করলেই আপনাকে মনেপ্রাণে ভালোবাসবেন প্রেমিকা।
সময় না দিলেই বিপদ: আপনি কি খুব ব্যস্ত? আর এই ব্যস্ততার দোহাই দিয়ে কি প্রেমিকাকে একটুও সময় দেন না? এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনাকে ঝটপট সমঝে যেতে হবে। কারণ, মহিলারা এমন পুরুষদের পাশে চান যারা তাদের সময় দেবেন। তাদের ভালো-মন্দের খেয়াল রাখবেন। তাই সম্পর্কের ভালো চাইলে নিজের শত ব্যস্ততার মধ্যেও প্রেমিকাকে সময় দিন। তাকে ভরিয়ে দিন ভালোবাসায়। হলফ করে বলতে পারি, আপনি এই কাজটা করলেই সব সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।
বাবা-মাকে অপমান নয়: অনেক পুরুষ তার প্রেমিকার বাবা-মাকে অপমান করে খুব আনন্দ অনুভব করেন। আর এই বিষয়টাই প্রেয়সীর মন ধীরে ধীরে বিষিয়ে দেয়। তারপর তারা সুযোগ বুঝে এমন পুরুষের থেকে করে নেন ব্রেকআপ। তাই নিজের রিলেশনকে এগিয়ে নিয়ে যেতে চাইলে প্রেমিকার অভিভাবকদের সম্মান দিন। পারলে তাঁর বাবা-মা সম্পর্কে সবসময় ভালো ভালো কথা বলুন। ব্যস, এই কাজটা করলেই কিন্তু খেলা ঘুরে যাবে। আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন প্রেমিকা।
নেশা করলেই বিপদ: মহিলারা নেশায় আসক্ত পুরুষদের একদম পছন্দ করেন না। উলটে তারা এই ধরনের পুরুষদের কিছুটা ভয়ই পান। আর যদি ভুল করে এমন পুরুষের সঙ্গে সম্পর্কে চলে যান, সেক্ষেত্রে বিপদ বুঝে তড়িঘড়ি বেরিয়ে আসার চেষ্টা করেন। আর সেই কারণেই সম্পর্ককে বাঁচাতে চাইলে মদ এবং অন্যান্য খারাপ নেশা ছাড়তে হবে। তাহলেই দেখবেন আপনার প্রতি প্রেয়সীর ভালোবাসা বাড়বে। তারপর তিনি আপনাকে নতুন করে কাছে ডেকে নিলেও নিতে পারেন। তাই আজ থেকেই এই বিষয়টা মাথায় রাখুন।
এদিক-ওদিক করলেই মুশকিল: অনেক পুরুষের আবার এক মহিলা সঙ্গ পছন্দ নয়। তাই তারা একই সময়ে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে থাকেন। আর এই বিষয়টা যখন কোনও নারী জানতে পারেন, তখনই তিনি সেরে নেন ব্রেকআপ। এমনকী বন্ধুদের মধ্যে এবং সমাজের সর্বস্তরে সেই পুরুষটি সম্পর্কে খারাপ কথা বলেন। তাই আপনার মধ্যেও যদি এমন বিরক্তিকর চিন্তাধারা থাকে, তাহলে আজই সমঝে যান। তার বদলে একটি মহিলাকেই মন-প্রাণ দিয়ে ভালোবাসুন। হলফ করে বলতে পারি, এই কাজটা আপনার জীবনে প্রেমের ঘাটতি হবে না। এমনকী মনও থাকবে ফুরফুরে।