বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা কার্যক্রম
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্যে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আজ ৭ম দিনে পৌর শহরে সড়েক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সড়কে শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব মো. জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম সদস্য সচিব এনাম উদ্দিন, সদস্য ছাদিকুর রহমান, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর শহরে ব্যাপক যানজট সৃষ্টি হতে দেখা যায়। নিসচা নেতৃবৃন্দরা যানজট নিরসনে ও সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয় ব্যবসায়ীরা জনস্বার্থে নিসচার এই কার্যক্রমকে স্বাগত জানান।