ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক
সাইদুল ইসলাম গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট নামক স্থান দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি টহলদল তাঁদেরকে আটক করে।
এ সময় মানব পাচার চক্রের সদস্য সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজার এলাকার রতন সরকারের ছেলে রুপন (২২) বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, মাগুরার শ্রীপুর থানার কপরিয়া গ্রামের মঞ্জুশ্রী (৩৮), একই এলাকার দীঘি জোয়াদ্দার (১৪), মাগুড়ার শালিখা থানার সাবরি গ্রামের হীরা বিশ্বাস (১৮)।
বিজিবি জানায়, আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।