সিলেটে পাঁচ পিকআপ ভর্তি ২৪টি গরুসহ আটক ৪
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটে মেট্রোপলিটন পুলিশের আওতাধীন জালালাবাদ থানাপুলিশ পাঁচ পিকআপ ভর্তি ২৪টি গরুসহ ৪ চোরাকারবারীকে আটক করেছে। জব্দকৃত গরুর বাজার মূল্য ২৩ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার কুমারগাঁওয়ের অনন্তপুর এলাকা সংলগ্ন তেমুখী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে গরুসহ চার চোরাকারবারীকে আটক করা হয়। চোরাকারবারীরা পাঁচটি পিকআপে করে গরুগুলো নিয়ে যাচ্ছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল জানান, অভিযানকালে ৪ জনকে আটক করা গেলেও আরও ৬-৭ জন কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা গরু ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে পুলিশ পাঁচটি পিকআপ ও ২৪টি গরু জব্দ করে এবং চার চোরাকারবারীকে আটক করে।
এ ঘটনায় আটক ৪ জনসহ ৭ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইসবপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০), একই গ্রামের মৃত সইবুর রহমানের ছেলে আল আমিন হোসেন (২৩), পাইকরাজ গ্রামের কমর উদ্দিনের ছেলে আবদুর রব (২০) ও একই গ্রামের বুরহান উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৬)।
মামলার পলাতক আসামীরা হলেন-গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ গ্রামের জাবেদ (২০), তুরুবাগ গ্রামের বাবুল মিয়া (৪৫), পাইকরাজ গ্রামের বৌলগ্রামের মোশাহিদ (৪৭) ও গোলাপগঞ্জ উপজেলার করদাপাড়া গ্রামের মোস্তফা।