প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ শিশুসহ নিহত ৮
দৈনিকসিলেট ডেস্ক :
পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। বুধবার রাত দুইটার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের জ্ঞানসা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ১টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিসের সহয়তায় দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারটির ভিতর থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে দুইজন পুরুষ, দুইজন মহিলা এবং চারজন শিশু রয়েছে।
পুলিশ মরদেহগুলো সদর হাসপাতালে প্রেরণ ও লাশের সুরতহাল প্রস্তুত করেছেন। লাশগুলোর মধ্যে এক পরিবারের চারজন ও আরেক পরিবারের চারজন সদস্য রয়েছেন।
তারা হলেন, শেরপুরে খোলআচার পাড়ার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২), ছেলে সোয়াইব (২)।
বাকি চরজন হলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৮) ও তার দুই ছেলে আবদুল (৩) ও শাহাদাৎ (১০)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা প্রাইভেট কারে কুয়াকাটা থেকে পিরোজপুরের নাজিরপুরে যাচ্ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবাহান জানান, মৃতদেহ গুলোর সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।