বড়লেখায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজায় মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তিনি বড়লেখার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পৌর শহরের হাটবন্দ পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী লিটন পাল, পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ, বড়লেখা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, ব্যবসায়ী রামকৃষ্ণ পাল প্রমুখ।