বড়লেখা-জুড়ীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে আদিব চৌধুরী
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
তিনি শুক্রবার (১১ অক্টোবর) ও গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার জুড়ী উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, বিএনপি নেতা ময়িদ চৌধুরী, আব্দুল হাফিজ চৌধুরী, জুড়ী সেচ্ছাসেবক দলের নেতা দিবাকর দাস, শুভাস দাস, আব্দুল খালিক, মাসুক মেম্বার, সেলিম চৌধুরী, যুবদল নেতা হাসান, আমান, শামীমসহ জুড়ী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।