বড়লেখায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের শুভেচ্ছা বিনিময়
বড়লেখা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নেতৃবৃন্দ বড়লেখা পৌরসভা, বড়লেখা সদর ইউনিয়ন ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর মো. এমাদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নায়েবে আমীর ফয়ছল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এম আতিকুর রহমান, জামায়াত নেতা কবির আহমদ, ৮নং দক্ষিণ উত্তর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা লুৎফর রহমান, জামায়াত ইসলামীর নেতা আব্দুল আহাদ রুহুল, ছাত্রশিবির বড়লেখা উপজেলা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, জামায়াত নেতা হামিদ আহমদ, অহিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।