রাজনগরে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ
কামরুল আহমদ, রাজনগর প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেজন্যই দলটি ওই সিদ্ধান্ত নেয়।
মৌলভীবাজার জেলা বিএনপির দায়িত্বশীল সুত্র জানায়, বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোন অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকীর নেতৃত্বে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাও দূর্গাপূজামন্ডপ ও রাজনগর কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী,এবং মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মুক্তাদির রাজু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, প্রচার সম্পাদক রাফু আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের বিপ্লবী আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলু আহমদ, এবং রাজনগর উপজেলা যুবদলের আহবায়ক জোসেফ খাঁন, সিনিয়র যুগ্ন আবহবায়ক লুৎফুর রহমান খাঁন ছোট, উপজেলা যুবদলের অন্যতম যুব নেতা দেলোয়ার হোসেন খোকন, আব্দুল মান্নান ইমন, জাকির হোসেন, সাহিদুর রহমান লিপু, প্রমুখ।