দোয়ারাবাজারে পূজামন্ডপ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
দোয়ারাবাজার প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার নেতারা।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দেন দলটির নেতারা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরাহ সদস্য ডাক্তার আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান ,দোহালিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি এখলাছুর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক ইল্লাছ মিয়া, সাবেক ছাত্রনেতা দোহালিয়া ইউনিয়ন যুব ফোরামের সভাপতি, আনোয়ার হোসাইন, হিফজুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ দোহালিয়া ইউনিয়নের সব’কটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
ডাক্তার আব্দুল কদ্দুছ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে আছে। আমরা তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখছি এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছি।
মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দরা জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা পোষণ করেন।