নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে সমছু মিয়া (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী সমুছ মিয়া উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা মৃত জহুর আলীর ছেলে।
জানা যায়, সমছু মিয়াকে বাজারের একটি মুরগির দোকেন বিষধর সাপ কামড় দেয়। এসময় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। সিলেট আসার পথে তার মৃত্যু হয়।