কমলগঞ্জ শাহ্ আজম রহ. দরগাহে্ ফাতেহা-ই-ইয়াজদাহম সম্পন্ন
মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ হযরত শাহ্ আজম রহ.হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় সোমবার (১৩ আগষ্ট) বাদ এশা মাদ্রাসা কমপ্লেক্সে এ হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী রহ. এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী নুরুল ইসলাম, হাফিজ সাকিব আহমদ, মো. আব্দুর রশিদ, মো. কনসাল মিয়া, মো. মাসুদ মিয়া, মো. দেলওয়ার হোসেন প্রমূখ।
আলোচনা সভায় নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামগনের জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়। বাস্তব জীবনে আমরা যেন বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রহ.সহ সকল আউলিয়া কেরামগনের ফয়েজ ও বরকত হাসিল করা যায় তাদের পথে ও মতে আমাদের জীবন পরিচালনা করে আমরা ইহকালীন কল্যাণ ও পরকালীন শান্তি লাভ করতে পারি সে বিষয়ে আলোচনা হয়।
পরিশেষে হযরত শাহ্ আজম রহ. এর সুযোগ্য নাতি মাওলানা মুফতি শাহ্ মোজাহিদ আলী আজমীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।