বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যাপেন্ডিসাইটিস’ অপারেশন কার্যক্রম শুরু
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যাপেন্ডিসাইটিস’ অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের আব্দুল করিমের পুত্র সমর আলীর অপারেশন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাপেন্ডিসাইটিস’ অপারেশন কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. সুমিত পুরকায়স্থ ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. তপদ্দিত ভট্টাচার্য্য অপারেশন কার্যক্রমটি সম্পন্ন করেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘পাইলস-পিসটুলা-হানিয়া’ রোগের অপারেশন কার্যক্রম চলমান রয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যাপেন্ডিসাইটিস’ অপারেশন সম্পন্ন করার মাধ্যমে আজ (১৬ অক্টোবর) নতুন ইতিহাস উন্মোচন হল। ধীরে ধীরে আমরা সার্জারী রোগের অপারেশন সম্পন্ন করতেছি। আশা করি ভবিষ্যতে আমরা অত্যাধুনিক সার্জারী মেশিন আনার মাধ্যমে মানুষকে আরোও উন্নত সেবা দিতে পারব।