আনন্দঘন পরিবেশ এবং বর্ণিল আয়োজনে জালালাবাদ এসোসিয়েশনের অব বাফেলো (আমেরিকা) ইনকের কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি নিউইয়র্কের বাফেলো সিটির স্থানীয় লাভ বার্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মিসবাহ-সিরাজী পরিষদের আয়োজনে বাফেলোতে বসবাসরত জালালাবাদের প্রবীণ বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ সাহেদুর রহমান সিরাজীর সঞ্চালনায় ও বাফেলোর সমাজ সেবক আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে নজরুল ইসলামের পবিত্র কুরআন তেলায়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সম্পুর্ন বিষয়ের উপর দিক-নির্দেশনামূলক আলোচনা করেন আলহাজ্ব মোক্তাদির হোসেন মিসবাহ।
পরে জরুরি সভায় উপস্থিত প্রবীণ সংগঠকবৃন্দ ও ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক নব-গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মুক্তাদির হোসেন মিসবাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদুর রহমান সিরাজী এবং মিসবাহ-সিরাজী পরিষদের সকলকে দুই বছরের জন্য বাফেলো জালালাবাদের কার্যকরী পরিষদের দায়িত্ব পালন করে যাওয়ার জন্য অনুমতি প্রদান করা হয়।