মাধবপুরে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ বিশেষ অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন মাধবপুর-মনতলা পশ্চিম বাজারস্থ আলমগীর এর বিকাশ দোকানের সামনে মনতলা থেকে মাধবপুর গামী রাস্তায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল ও বহনকারী একটি মোটরসাইকেল সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে।
আটককৃতরা হলো: নরসিংদী জেলার বেলাব থানার টেকপাড়া গ্রামের মৃত নারায়ণ চন্দ্র দাসের পুত্র উজ্জল দাস (৪০) এবং চর বেলাব (টানপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র কিরন মিয়া (৩২)।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,দুই যুবকের আটক করা হয়েছে। আসামি বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।