হাফিজ মাওলানা আব্দুস শহীদের মাতার মৃত্যুতে ইসলামী আন্দোলন সিলেট মহানগরের শোক
দৈনিকসিলেট ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারী ও ভার্সিটি গেট সংলগ্ন বায়তুল আকসা শাহ সিকন্দর জামে মসজিস ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুস শহীদের মা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্বীস্বজন গুনাগ্রাহী রেখে পরপারে চলে যান।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রাতে এক শোক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, মাওলানা আব্দুস শহীদের মা একজন সৎ ও পরহেজগার নারী ছিলেন। আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফিরদৌস দান করুন আমীন।
নেতৃবৃন্দ মরহুমার আত্বার মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করেন।