ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টবর) দুপুর ২টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুর রহমাবের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।

জেলা সেক্রেটারি এনামুল হক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমেদীন মুফতী শফি কামরান।

সমাবেশে (২০২৪-২৫) সাংগঠনিক সেশনের মনোনীত সভাপতির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া হোসাইন জাকির।

২০২৪-২০২৫ সাংগঠনিক সেশনের জন্য সুনামগঞ্জ জেলা সভাপতি মনোনীত হন এনামুল হক আলী, সাধারণ সম্পাদক মনোনীত হন জুবায়ের নাবিল।

দায়িত্বশীল নির্বাচন কার্যক্রম পরিচালনা ও মনোনীত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া হোসাইন জাকির।

সমাপনী অধিবেশনে ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নব মনোনীত সভাপতি এনামুল হক আলীর সভাপতিত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুবায়ের নাবিলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রাক্তন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান শিবলু, হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি আখতার হুসাইন আতিক, সুনামগঞ্জ জেলা বায়তুলমাল ও প্রচার সম্পাদক সুমায়েল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন