কলামিস্ট মিছবাহ’র বাড়িতে পুলিশের হানা
লেখক ও কলামিষ্ট ইমরান আহমদ মিছবাহ’র বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়েছে। মিছবাহকে গ্রেপ্তার করতে পুলিশ ও সাদা পোশাকে কিছু ডিবি পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। মিসবাহকে না পেয়ে তার পরিবারের সাথে খারাপ আচরণ করে পুলিশ। মিছবাহর মা ও বাবাকে প্রাণ নাশের হুমকি দেয়। সে গণমাধ্যম ও ফেইসবুকে লেখালেখি বন্ধ না করলে পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে যায় পুলিশ। গত ২৬ জুলাই রাতে ছাতক উপজেলার সুহিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মিছবাহর পিতা নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমার ছেলে লন্ডনে লেখাপড়া করছে। দেশের অস্তিরতা, অন্যায়, দুনীতির বিরুদ্ধে সে সব সময় লেখালেখি করতো। সম্প্রতি দেশে কোটা আন্দোলন শুরু হলে। আমার ছেলে আন্দোলনের পক্ষে লেখালেখি করে। যা নীতিগতভাবেই হাসিনা সরকারের বিরুদ্ধে চলে যায়। এ জের ধরেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে রাতের আধারে আমার বাড়িতে তল্লাশী চালায়। মিছবাহ বাড়িতে না থাকায় পুলিশ আমাদের হুমকি দিয়ে যায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় ইমরান আহমদ মিছবাহ তার ফেইসবুক স্ট্যাটাস দিয়ে বলেন, পুলিশ আমার বাড়িতে আজ রাতে অভিযান চালায়। আমাকে না পেয়ে আমার মা বাবা ও ভাইকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা সরকার বিরোধী কোন স্ট্যাটাস না দেই। যদি ফেইসবুকে লেখালেখি করি আমার পরিবারকে গুম করে ফেলবে এ হুমকি দিয়ে যায়। আমার ভাই ও আব্বাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। আমার আম্মার মাথায় বন্দুক থাক করে হত্যার হুমকি দেয়।
কোটা আন্দোলন নিয়ে ফেইসবুকে আমার লেখালেখির জের ধরেই পুলিশ, সাদা পোশাকধারী ও ছাত্রলীগের সন্তাসীরা আমার বাড়িতে তল্লাশী করে। এ শেষ কোথায়।
ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন চাই।
আমার শান্তি চাই, গণতন্ত্র ফিরে চাই।
স্টেপডাউন হাসিনা।