জামালগঞ্জে নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও চিনি জব্দ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও চিনি জব্দ করা হয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের নেতৃত্বে যৌথ অভিযানে যোগ দেন জামালগঞ্জ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার রাতে উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে এই অবৈধ মালামাল জব্দ করা হয়।

এসময় বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৯ হাজার পাতার বিড়িসহ ৫৬ বস্তা ৩০ কেজি চিনি জব্দ করা হয়।

পরে জনসম্মুখে পাতার বিড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং চিনিগুলো নিলামে বিক্রি করা হয়। নিলামে চিনিগুলো সাচনা বাজারের মুদি ব্যবসায়ী বাসু রায় সর্বোচ্চ দামে ৩ লক্ষ ৩২ হাজার টাকায় ক্রয় করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক খান ও জামালগঞ্জ থানার এসআই গোলাম সারোয়ারসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন