বিশ্বনাথ উপজেলার সুনাম আজ বিশ্বজুড়ে: আব্দুল বাসিত রফি
বিশ্বনাথ প্রতিনিধি
প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ উপজেলার সুনাম আজ বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশে এ অঞ্চলের অনেক কৃতি সন্তান গৌরবপূর্ণ পদে কাজ করে দেশের সম্মান বৃদ্ধি করেছেন। ধনে-জনে আলোকিত জনপদ বিশ্বনাথকে এগিয়ে সাংবাদিকদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য ও বিশ্বনাথ এইড ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি সোমবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে তাঁর সম্মানে আয়োজিত সুহৃদ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
প্রেসক্লাবের সদস্য আব্দুল সালাম মুন্নার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির।