চুনারুঘাট থানার নতুন ওসি মোহাম্মদ নজরুল ইসলাম
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি সোমবার (২১ অক্টোবর) বিকেলে ওসি হিসেবে চুনারুঘাট থানায় যোগদান করেন।
মোহাম্মদ নজরুল ইসলাম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে এসআই পদে চাকুরীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে সিআইডি ডিএমপি সহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় এসআই হিসাবে চাকুরী করেন। ২০১৬ সালে মৌলভীবাজার সদর থানায় কর্মরত থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মৌলভীবাজার থানায় সফলতার সাথে চাকুরী করেন।
২০২১ সালে অফিসার ইনচার্জ হিসেবে মৌলভীবাজার রাজনগর থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিলেট টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন । তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তিনি দায়িত্ব পালনে চুনারুঘাটবাসীর সহযোগিতা কামনা করছেন