বড়লেখা পৌর প্রশাসকের সাথে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের রুদ্ধদ্বার বৈঠক
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নানের নেতৃত্বে সদস্যবৃন্দের সাথে পৌর প্রশাসকের আহবানে এক জরুরী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের সাথে সাইনবোর্ড টেক্স আদায় না করার ব্যাপারে নাতিদীর্ঘ আলোচনা করা হয়েছে। পৌরসভার উন্নয়নে সরকারি নিয়ম নীতি পালনের চেষ্টা অব্যাহত রাখতে পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রেড লাইসেন্স ফি পৌরকর পরিশোধ সহ সকল কার্যক্রমে যথাযথ সহযোগিতা করার আশ্বাস প্রদান করে চলতি বছরের সাইনবোর্ড ফি মওকুফ করার জোর দাবি জানান। বৈঠকে করোনা মহামারির পরে বন্যা কবলিত দূর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি আলোচনান্তে পৌর প্রশাসক সাইনবোর্ড টেক্স স্থগিত করার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সমিতির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র দেবনাথ, সহকারী ক্যাশিয়ার জুনেদ আহমদ, সদস্য ও সিনিয়র সাংবাদিক এম.এম আতিকুর রহমান, আব্দুল লতিফ, শামীম আহমদ, আব্দুল মানিক, প্রভাষক তারেক আহমদ, আব্দুল হক, শামীম আহমদ, ফরাস উদ্দিন রাজু প্রমুখ।
এসময় বড়লেখা পৌরসভার প্রকৌশলী আনোয়ার সাদাত হোসেন ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারকে ব্যবসায়ীদের দাবি বিবেচনায় নিয়ে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানান।