মাধবপুরের সেনা সদস্যকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে প্রতিবেশীর হামলা ও প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে থানায় জিডি করে জীবনের নিরাপত্তা চেয়েছেন সাবেক এক সেনা সদস্য। ঘটনাটি ঘটেছে উপজেলার বহরা ইউনিয়নের ম্যারাসানী গ্রামে।
জানা যায়, মেরাসানি পূর্ব গ্রামের মৃত হাজী তালেব হুসেনের ছেলে সাবেক সেনা সদস্য সার্জেন্ট অব মো: আবুল ফয়েজ মেরাসানি পূর্বপাড়ায় চাকরিতে থাকা অবস্থায় ও অবসরের পরে মনতলা মাধবপুর পাকা সড়কের উত্তর পাশে বিভিন্ন শ্রেণীর ভূমি ক্রয় করে বসত বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন কিছুদিন পূর্ব হতে একই গ্রামের আর প্রতিবেশী ও আবুল ফয়েজের নিকট কয়েক দাগের ভূমি বিক্রেতা মৃত এবাদ উল্লাহর ছেলে জহির মিয়া জয়নাল মিয়া জহির মিয়ার ছেলে শাহজাহান মিয়া সোহেল মিয়া সহ পরিবারের লোকজন আবুল ফয়েজ এর ক্রয় করা ভূমি জোরে বলে দখল করার পায়তারায় লিপ্ত হয়। গত চৌদ্দ অক্টোবর সার্জেন্ট আবুল ভয়েজের ছেলে মোহাম্মদ নাঈমুর রহমান ফরিদা পুকুর থেকে পানি সেচ দিতে গেলে উল্লেখিত ব্যক্তিবর্গ তাকে পানি সেচ দিতে নিষেধ করে নাঈমুর রহমান প্রতিবাদ করলে তাকে গালাগালি করতে করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারতে আসে এবং বাড়ির মহিলারাও এর সহযোগী হয়।
ঘটনা দেখিয়া আবুল ফয়েজ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করিলে জহির মিয়া জয়নাল মিয়া সাজান মিয়া সোহেল মিয়া তানজিনা বেগম রেজিয়া বেগম শাহানা বেগম ও ফরিদ মিয়া সহ তাদের লোকজন সার্জেন্ট আবুল ফয়েজ ও তার পরিবারের লোকদেরকে হুমকি দিয়ে বলে যায় ফয়েস কিংবা তার পরিবারের লোকজন কোনদিন আবুল ফয়েজের খরিদা ভূমিতে কিংবা পুকুরে প্রবেশ করলে তাদেরকে খুন করিয়া ফেলিবে বাড়িঘর আগুন দিয়া জ্বালাইয়া দিবে নতুবা মিথ্যা মামলা দিয়ে সর্বস্বান্ত করিবে।এর প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল ফয়েজ জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার সন্ধ্যায় মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ডাইরি নং ১১০৭।