সিলেট সরকারী কলেজে স্বপ্নচূড়ার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেটে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নচূড়া”র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১২টায় সিলেট সরকারী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.জেড.এম মাঈনুল হোসেন। এ সময় সরকারী কলেজ ক্যাম্পাস,মসজিদ ও হোস্টেলে দুই শতাধিক ফলজ-বনজ ও ঔষুধি বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ এ.জেড.এম মাঈনুল হোসেন বলেন, ‘সিলেট সরকারী কলেজে স্বপ্নচূড়ার ৯ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির যে উদ্যোগ নিয়েছে আমি এর জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি।
আমাদের চারপাশে যদি বিভিন্ন ফলজ ও বনজ, ঔষুধি গাছ রোপণ করতে পারি। তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। আগামী দিনে আরো বেশি করে সামাজিক কাজ করতে পারে এজন্য সবার প্রতি শুভকামনা রইল। বিশেষ অতিথি হিসেবে সিলেট সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক তানভীর খান বলেন, ‘স্বপ্নচূড়ার “গ্রীন জোনের” আহবানে বৃক্ষরোপণের মহতি উদ্যোগকে স্বাগত জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি ছড়িয়ে পড়ুক সারাদেশে। স্বপ্নচূড়ার জন্য শুভ কামনা রইল।’
স্বপ্নচূড়ার সভাপতি মাহফুজুর রহমান রাসেল বলেন, ‘বিশ্বব্যাপী জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়ছে।
“সম্প্রীতির বন্ধনে ভালো রাখি প্রকৃতি” ও “ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে”- এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি। সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্বুদ্ধ ও সচেতন করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সামনে থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান সাদি, শরিফুল হক, রাসেল সর্দার, মিনহাজ উদ্দিন শিকদার, মিজান উদ্দিন, রুহুল উদ্দিন,আনিসুর রহমান হিমেল,শাহেদ আহমদ,শিমুল আহমদ,মেহেদী হাসান রাতুল,সালমান আহমদ, মাহফুজুর রহমান,জিহাদ আহমদ,কাকন প্রমুখ।